নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর৷৷ শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে শ্যালকের সাথে বিবাদের জেরে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জামাতা৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ জেলার অমরপুরের বীরগঞ্জ থানার অধীন কাচকো জসমণি পাড়ায়৷ গুলিবিদ্ধ ভগ্ণিপতির নাম কমলজয় রিয়াং৷ শ্যালকের নাম প্রমিজয় রিয়াং৷ পুলিশ শ্যালক প্রমিজয় রিয়াংকে গ্রেপ্তার করেছে৷ উদ্ধার করা হয়েছে দেশী বন্দুক৷ এই ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷
সংবাদে প্রকাশ, গতকাল রাতে ভগ্ণিপতি কমলজয় রিয়াং ও শ্যালক প্রমিজয় রিয়াংয়ের মধ্যে কোন একটি বিষয় নিয়ে বিবাদের সৃষ্টি হয়৷ বিবাদের মধ্যে দুজনে হাতাহাতি হয়৷ একসময় উত্তেজিত হয়ে শ্যালক প্রমিজয় রিয়াং ঘরে রাখা দেশি বন্দুক থেকে গুলি চালিয়ে দেয় ভগ্ণিপতিকে লক্ষ্য করে৷ একটি গুলি গিয়ে লাগে কমলজয় রিয়াংয়ের পায়ে৷ সাথে সাথেই তাকে অমরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়৷ খবর পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং বন্দুক সহ প্রমিজয় রিয়াংকে গ্রেপ্তার করেছে৷