তিরুবনন্তপুরম, ২১ অক্টোবর (হি.স.): কেরলে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্ৰমণ। বিগত ২৪ ঘন্টায় কেরলে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮,৭৩৩ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ১১৮ জনের। বিগত ২৪ ঘন্টায় কেরলে করোনার থেকে সেরে উঠেছেন ৯,৮৫৫ জন। কেরলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৮১ হাজার ৪৯৬ জন।
কেরলের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় কেরলে নতুন করে ৮,৭৩৩ জন আক্রান্ত হয়েছেন। ১১৮ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা ২৭,২০২-এ পৌঁছেছে। বিগত ২৪ ঘন্টায় কেরলে করোনার থেকে সেরে উঠেছেন ৯,৮৫৫ জন, মোট সুস্থ হয়েছেন ৪৭,৭৯,২২৮ জন। কেরলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৮১ হাজার ৪৯৬ জন। বিগত ২৪ ঘন্টায় করোনা-পরীক্ষার সংখ্যা ৮৬,৩০৩।