ঢাকা, ১১ অক্টোবর (হি. স.) : মাদক বিরোধী অভিযানে সাফল্য করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর । লাগাতার তল্লাশিতে ইয়াবা, গাঁজাসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ মাদক।
মাদক সেবন ও বিক্রির অভিযোগে রবিববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযান চালায় বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এই অভিযানেই ইয়াবা, গাঁজাসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ১২,০৮৬ পিস ইয়াবা বড়ি, ২২ কেজি ২৯৫ গ্রাম গাঁজা, ৮২ গ্রাম ৩৭৫ পুরিয়া হেরোইন ও ১১৬ বোতল ফেন্সিডিল । গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা করা হয়েছে