নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.): হায়দরাবাদ হাউসে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন। শনিবার হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন নরেন্দ্র মোদী ও মেট ফ্রেডেরিকসেন। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর-সহ অন্যান্যরা। এই বৈঠকে ভারত ও ডেনমার্কের মধ্যে নানা বিষয়ে আলোচনা হয়েছে।
৩-দিনের সফরে শনিবারই দিল্লিতে এসেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন। এদিন সকালে রাষ্ট্রপতি ভবনে ডেনমার্কের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে ডেনমার্কের প্রধানমন্ত্রীকে বিশেষ সংবর্ধনাও দেওয়া হয়। ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা বিবেচনা করি ডেনমার্কের খুব কাছের অংশীদার হল ভারত। এই সফরকে ভারত-ডেনমার্ক দ্বিপাক্ষিক সম্পর্কের মাইলফলক হিসেবে দেখছি আমি।” এদিন রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাও জানান ডেনমার্কের প্রধানমন্ত্রী।