চন্ডীগড়, ৮ অক্টোবর (হি.স.): রণজিৎ সিং হত্যা মামলায় বিশেষ সিবিআই আদালতে দোষীসাব্যস্ত হলেন ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমীত রাম রহিম সিং। রাম রহিম ছাড়াও শুক্রবার আরও ৪ জনকে ডেরা ভক্ত রণজিৎ সিং হত্যা মামলায় দোষীসাব্যস্ত করেছে হরিয়ানার পাঁচকুলার বিশেষ সিবিআই আদালত। সাজা ঘোষণা হবে আগামী ১২ অক্টোবর (মঙ্গলবার)।
ডেরা ভক্ত রণজিৎ সিং হত্যা মামলায় অভিযুক্ত গুরমীত রাম রহিম সিং ও আরও ৪ জনকে শুক্রবার দোষীসাব্যস্ত করেছেন হরিয়ানার পাঁচকুলার বিশেষ সিবিআই আদালতের বিচারপতি সুশীল গর্গ। সাজা ঘোষণা হবে ১২ অক্টোবর। প্রসঙ্গত, ধর্ষণের মামলায় এই মুহূর্তে জেলে রয়েছেন গুরমীত রাম রহিম সিং।