কলকাতা, ৮ অক্টোবর (হি.স.) : বিমান বাহিনী দিবসে বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর।
শুক্রবার তিনি টুইটে লিখেছেন, “৮৯ তম বিমান বাহিনী দিবসে, জাতীয় নিরাপত্তায় তাদের সাহসী অবদানের জন্য ভারতীয় বিমানবাহিনীকে শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের নীতিবাক্য অনুযায়ী জীবন যাপন করা – ‘গৌরবের সাথে আকাশ স্পর্শ করুন’, #ভগবদ্গীতার শ্লোক, আমাদের সবাইকে গর্বিত করে।
১৯৩২ সালের ৮ অক্টোবর ব্রিটিশ ভারতের সহায়ক বিমানবাহিনী হিসাবে ইন্ডিয়ান এয়ার ফোর্সের প্রতিষ্ঠা। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেবার স্বীকৃতি স্বরূপ বাহিনীর নামের সঙ্গে রয়্যাল উপসর্গটি যুক্ত হয়। ১৯৪৭ সালে যুক্তরাজ্যের অধীনতাপাশ থেকে মুক্ত হওয়ার পর রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স ভারতীয় সংঘের অধীনস্থ হয়।