নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): ব্রিটেনের বিদেশ সচিব লিজ ট্রুসের সঙ্গে কথা বলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার ব্রিটেনের বিদেশ সচিবের সঙ্গে কথা বলেছেন এস জয়শঙ্কর। ভারত ও ব্রিটেনের মধ্যে মধ্যে ভ্রমণ নিয়ে আলোচনা হয়েছে দু’জনের মধ্যে। পাশাপাশি আরও বেশ কিছু বিষয়ে তাঁরা কথা বলেছেন। এস জয়শঙ্কর নিজেই টুইট করে জানিয়েছেন, ব্রিটেনের বিদেশ সচিব লিজ ট্রুসের সঙ্গে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে ভ্রমণ সহজতর করা নিয়ে সম্মত হয়েছি।
এটি রোডম্যাপ ২০৩০ বাস্তবায়নে সহায়তা করবে।
প্রসঙ্গত, কোভিড বিধিনিষেধের কড়াকড়ি কিছুটা শিথিল করেছে ব্রিটেন। সোমবার থেকে ভারতীয় যাত্রীদের জন্য চালু হচ্ছে নতুন নিয়ম। যে ভারতীয়রা কোভিশিল্ডের দু’টি টিকা পেয়েছেন, ব্রিটেনে আসার পর আর তাঁদের ১০ দিনের নিভৃতবাসে থাকতে হবে না। সোমবার থেকে এই নিয়ম উঠে যাচ্ছে। বৃহস্পতিবার এই নিয়ে টুইটও করেছেন ভারতে ব্রিটেনের রাষ্ট্রদূত এলেক্স এল্লিস। এমতাবস্থায় ব্রিটেনের বিদেশ সচিব লিজ ট্রুসের সঙ্গে কথা বলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।