কাপড়ের শোরুমে আগুন, অল্পেতে রক্ষা

আগরতলা, ৮ অক্টোবর (হি. স.) : জনবহুল এলাকায় অগ্নিরোধক ব্যবস্থা ছাড়াই কাপড়ের শোরুম দাড়িয়ে রয়েছে। আজ শর্ট সার্কিট থেকে আগুন লাগলেও বড়সড় বিপদ থেকে অল্পেতে রক্ষা পেয়েছে আগরতলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র। সময় মতো দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন আয়ত্বে আনতে সক্ষম হয়েছে।


উত্সবের মরশুমে কেনাকাটার ধুম লেগেছে। বাজার ভিড়ে ঠাসা। এরই মধ্যে আগরতলায় হরিগঙ্গা বসাক রোড এলাকায় একটি কাপড়ের শোরুমে আজ আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপক দফতরে খবর দেওয়া হয়। দমকলের তিনটি ইঞ্জিন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌছে আগুন আয়ত্বে নিয়ে আসে।


দমকল কর্মী সাধন দাস জানিয়েছেন, মহারাজগঞ্জ বাজার থেকে একটি এবং আগরতলা স্টেশন থেকে দুইটি দমকলের ইঞ্জিন এসে আগুন আয়ত্বে এনেছে। তিনি বলেন, ওই শোরুমের তিনতলায় প্রচন্ড ধুয়া বের হচ্ছে দেখা গিয়েছিল। কারণ, সেখানে প্রচুর কাপড়ের খালি প্যাকেট রাখা ছিল। তাঁর কথায়, ওই শোরুমের ইলেকট্রিক প্যানেলে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। তবে, সেখানে কাপড়ের খালি প্যাকেট রাখা না থাকলে পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে উঠত না।


সাধন বাবু বলেন, অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন আয়ত্বে আনা সম্ভব হয়েছে। তবে, দমকল বাহিনী সময় মতো না পৌছালে বড়সড় বিপদ ঘটার সম্ভাবনা ছিল। কারণ, ওই শোরুমের আশেপাশে প্রচুর দোকান রয়েছে। তাছাড়া, পূজার বাজারে মানুষের ভিড় ছিল প্রচন্ড। ফলে, আগুন ছড়িয়ে পড়লে প্রচুর ক্ষয়ক্ষতি হতো।


অগ্নিনির্বাপকের আগরতলা স্টেশন ইনচার্জ বলেন, ওই শোরুমে অগ্নি নিরোধক প্রয়োজনীয় ব্যবস্থা ছিল না। ইলেকট্রিক প্যানেল বক্সের পাশেই সারি করে কাপড়ের খালি রাখা ছিল। ওই খালি প্যাকেটে আগুন লেগে প্রচন্ড ধুয়া বের হচ্ছিল। তিনি বলেন, হরিগঙ্গা বসাক রোডের দোকানগুলি আজ অল্পেতে রক্ষা পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *