Congress to take up the strategy : পুর নির্বাচনকে সামনে রেখে দলকে সাজিয়ে তোলার রণকৌশল নিতে কংগ্রেসের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর৷৷ আসন্ন শারদ উৎসবের পর ঘোষণা করা হতে চলেছে পুর নির্বাচন৷ তাই ইতিমধ্যে সব রাজনৈতিক দল সাংগঠনিক দিক সাজিয়ে তুলতে চলেছে৷ পুর নির্বাচনকে সামনে রেখে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নেওয়া বীরজিৎ সিনহা নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলতে রণকৌশন তৈরি করেছে৷


রবিবার দুপুরে প্রদেশ কংগ্রেস ভবনে দলীয় বৈঠক সংঘটিত করে প্রদেশ কংগ্রেস৷ বৈঠকে পৌরহিত্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ তিনি বলেন তিনি সভাপতি পদ গ্রহণ করে এদিন প্রথমবার বৈঠকে বসেছেন৷ বৈঠকে আগরতলা পুর নিগম এলাকার বিভিন্ন সমস্যার নিয়ে কংগ্রেসের কর্মী-সমর্থকদের সাথে আলোচনা করা হয়৷ এবং আগরতলা পুর নিগমে মানুষের কি সমস্যা রয়েছে সেই বিষয়ে অবগত হয়েছেন৷


এর উপর একটি দাবি সনদ তৈরি করা হবে৷ মানুষ যেহেতু সরকারকে কর দিয়ে সুবিধা পাচ্ছে না তাই আন্দোলনের নামা ছাড়া আর কোন পথ নেই৷ মানুষের সুবিধাগুলি মানুষ ফিরে পাওয়ার জন্য সদর এলাকায় ১৪ টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি ওয়ার্ডে বিজেপি সাথে মোকাবিলা করা হবে বলে জানান তিনি৷ এবং আগামী নির্বাচনে কিভাবে দল লড়াই করবে সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বীরজিৎ সিনহা৷ এদিন বৈঠকে ব্লক কংগ্রেসের সভাপতিরা উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *