বীরপাড়া, ৪ অক্টোবর (হি. স.) : আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার এথেলবাড়ির কাছে এশিয়ান হাইওয়ের ওপর ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে জখম ১০ জন। সোমবার ঘটনাটি ঘটেছে ।
স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, ৩০ জন যাত্রী নিয়ে বিলাসবহুল ট্যুরিস্ট বাসটি অসমের তেজপুর থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। এথেলবাড়ির কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষের জেরে ২টি গাড়িই রাস্তা থেকে নীচে নেমে যায়। ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। জটেশ্বর পুলিশ ফাঁড়ি সূত্রের খবর, আহতদের কারও আঘাত গুরুতর নয়। সকলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ২টি আটক করা হয়েছে।
2021-10-04