নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্ঢেম্বর৷৷ খোয়াই জেলা ও দায়রা আদালত এগারো বছরের নাবালিকাকে শ্লীলতাহানীর মামলায় অভিযুক্তকে সাজা শোনালো পাঁচ বছরের জেল ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের জেল ঘোষণা করে৷ দীর্ঘ শুনানি শেষে খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারক ভারতীয় দণ্ডবিধি ৫১১ ধারায় শ্লীলতাহানীর মামলায় অভিযুক্ত উত্তম দেবনাথকে দোষী সাব্যস্ত করে৷ঘটনা তেলিয়ামুড়া থানার অন্তর্গত করিলাম এলাকায়৷
ঘটনার বিবরণে সরকার পক্ষের আইনজীবী বিকাশ দেব জানা যায়, তেলিয়ামুড়া থানার অন্তর্গত করুইলং এলাকার বাসিন্দা উত্তম দেবনাথ এগারো বছরের নাবালিকার বাড়িতে বাবা- মা’’র অনুপস্থিতিতে ২রা অক্টোবর ২০১৮ সালে উত্তম দেবনাথ দুপুরে প্রতিবেশী নাবালিকার বাড়িতে প্রবেশ করে৷নাবালিকা নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল৷ ওই সময় নাবালিকার বাড়িতে একাকিত্তের সুযোগ নিয়ে উত্তম দেবনাথ চুপিচুপি ঘরে দরজা খুলে প্রবেশ করে৷ঘুমন্ত অবস্থায় নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে৷ ওই সময় নাবালিকার আত্ম চিৎকার চেঁচামেচিতে নাবালিকার মা বাবা বাড়িতে ছুটে আসে৷ তখন সময় প্রতিবেশি অভিযুক্ত উত্তম দেবনাথকে তাদের ঘরে দেখতে পায়৷
পরবর্তী সময়ে নাবালিকা সমস্ত ঘটনা খুলে বলে তার মা-বাবাকে৷ ২রা অক্টোবর রাতেই তেলিয়ামুড়া থানায় নাবালিকার বাবা অভিযুক্ত উত্তম দেবনাথের বিরুদ্ধে থানায় একটি মামলা লিপিবদ্ধ করে৷ তেলিয়ামুড়া থানার সাব-ইন্সপেক্টর রঞ্জন বিশ্বাস লিখিত অভিযোগ মূলে তদন্তে নামে৷ তদন্তের কাজ শেষে ভারতীয় দণ্ডবিধি ৩৭৬/৫১১ ধারায় মাননীয় আদালতে চার্জশিট দাখিল করে ২৮/১২/২০১৮ ইং তারিখে৷ আদালত দীর্ঘ শুনানির পর শনিবার বিকালে খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারক সব্যসাচী দত্ত পুরকায়স্থ ভারতীয় দণ্ডবিধি ৫১১ ধারায় সরকারপক্ষে পনের জনের সাক্ষ্য বাক্যের পর নাবালিকাকে শ্লীলতাহানীর অভিযোগে অভিযুক্ত উত্তম দেবনাথকে পাঁচ বছরের জেল ও দুই হাজার টাকা আর্থিক জরিমানা অনাদায়ে আরো এক মাসের জেল ঘোষণা৷