Housewife’s body glowed : মোমবাতির আগুনে ঝলসে গেল গৃহবধূর শরীর, প্রাণ সংশয়ে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৯ সেপ্ঢেম্বর৷৷ অগ্ণিদগ্দ হয়ে গুরুতর ভাবে আহত হয় এক গৃহবধূ৷ ঘটনা কলমচওড়া থানাধীন বেলুয়ারচর এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় রবিবার সন্ধ্যা ৬:৩০ নাগাদ ভেলুয়ারচর এলাকার যুবক জয়ন্ত লস্করের স্ত্রী জবা লস্কর (বয়স ১৯) ঠাকুর ঘরে পূজা দিতে গিয়ে মোমবাতি থেকে অগ্ণিদগ্দ হয়ে আহত হয়৷


পরিবারের সদস্যদের পরবর্তী সময় উনার চিৎকার চেঁচামেচি শুনে তড়িঘড়ি বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক দেখে জিবি হাসপাতালে রেফার করে৷ পরবর্তী সময়ে সংবাদকর্মীরা গৃহবধূর জবানবন্দি নিতে গেলে সংবাদকর্মীকে বাধা সৃষ্টি করে পরিবারের লোকজন৷ অন্যদিকে হাসপাতালে আসা অন্য রোগীরা বলাবলি শুরু করছে যদি মোমবাতি থেকে আগুন লেগে থাকে তাহলে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে আপত্তি কেন৷ এখন পুলিশের তদন্তক্রমে বেরিয়ে আসবে আসলে কি মোমবাতির আগুন নাকি হত্যার চেষ্টা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *