শিমলা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): হিমাচল প্রদেশের চম্বা জেলায় বাড়িতে আগুন লেগে, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ৪ জনের। মৃতরা সম্পর্কে বাবা ও ৩ সন্তান। মৃতদের নাম-রফি মহম্মদ (২৫), তাঁর ৩ সন্তান-মেয়ে জুলখা (২) ও জাইতুন (৬) এবং ছেলে সমীর (৪)। আগুনে দগ্ধ হয়েছেন মহম্মদের স্ত্রী। চম্বা জেলার চূড়াহ তালুকার অন্তর্গত কারাতোশ গ্রামের ঘটনা।
দুর্যোগ ব্যবস্থাপনার ডিরেক্টর সুদেশ কুমার মোখতা জানিয়েছেন, মঙ্গলবার ভোররাতে (সম্ভবত ভোররাত তিনটে নাগাদ) চম্বা জেলার চূড়াহ তালুকার অন্তর্গত কারাতোশ গ্রামে রফি মহম্মদের বাড়িতে আগুন লাগে। সকলেই তখন ঘুমিয়ে ছিলেন, আগুনের লেলিহান শিখায় পুড়ে গিয়ে মৃত্যু হয়েছে মহম্মদ ও তাঁর ৩ সন্তানের। আগুনে দগ্ধ হয়েছেন মহম্মদের স্ত্রী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।