নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স) : আগামী বছর দেশের রাজনৈতিক আঙিনায় সবথেকে গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। যোগী সরকারকে কুর্সি থেকে সরাতে বদ্ধপরিকর কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল। কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় সলমন খুরশিদ জানালেন, উত্তরপ্রদেশ নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রার নেতৃত্বে লড়বে দল।
খুরশিদ এও জানালেন, বিধানসভা নির্বাচনে একাই লড়বে কংগ্রেস। কোনও দলের সঙ্গে জোট করা হবে না। অবশ্য অন্য দলের নেতাদের কংগ্রেসে যোগ দেওয়ার রাস্তা খুলে রাখলেন তিনি। বললেন, ‘জোট হয় হৃদয়ের মাধ্যমে। কেউ যদি আমাদের দলে যোগ দিতে চান তাঁকে স্বাগত।’ তিনি বলেন, ‘আমরা আগামী উত্তরপ্রদেশ নির্বাচন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রার নেতৃত্বে লড়ব। আমাদের জয় নিশ্চিত করতে প্রবল পরিশ্রম করে চলেছেন তিনি। পরে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম জানিয়ে দেবেন প্রিয়াঙ্কা।’
তিনি আরও বলেন, ‘আমরা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে চলেছি। এর জন্য সঠিক স্ট্র্যাটেজি তৈরি করা হয়েছে। ইস্তেহারে থাকবে সাধারণ মানুষের কথাই। প্রধান ফোকাস থাকবে কৃষক এবং নারী অধিকারের ওপর। আমরা আগ্রার মানুষের সঙ্গে দেখা করেছি, তাঁদের সমস্যা নিয়ে আলাপ আলোচনা করেছি।’