Tanushree from Patharkandi is now playing Mira : পাথারকান্দির তনুশ্রী এখন কলকাতার টিভি সিরিয়ালের শ্রীকৃষ্ণ ভক্ত মীরার অভিনয় করছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট।। পাথারকান্দির তনুশ্রী এখন কলকাতার টিভি সিরিয়ালের শ্রীকৃষ্ণ ভক্ত মীরার অভিনয় করছে। শুভেচ্ছা বিভিন্ন মহল থেকে। করিমগঞ্জ জেলার পিছলাপড়া পাথারকান্দি সমষ্টির অখ্যাত গ্রাম তিলভুমের মেয়ে তনুশ্রী এখন কলকাতার স্টার জলসা নিবেদিত নতুন ধারাবাহিক শ্ৰীকৃষ্ণ ভক্ত মীরায় অভিনয়ের সুযোগ পেয়েছে।এমন খবরে ব্যাপক খুশি স্থানীয়রা।বছর পঁচিশের মেয়ে তনুশ্রী চক্রবর্ত্তীর জন্মভিটে পাথারকান্দির তিলভূমে হলেও তার বাপ-দাদাদের আদি নিবাস ছিল উত্তর ত্রিপুরার দেওয়ানপাশা গ্রামে।এদিকে তিলভুমের নিম্ন প্রাথমিক স্তরের পড়া শেষ করে তনুশ্রী ভর্তি হয় করিমগঞ্জ এমএমসি স্কুলে।সেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে সোজা করিমগঞ্জের রবীন্দ্র সদন কলেজে ভর্তি হয়।

সেখান থেকে দু হাজার আঠারো সালে স্নাতক ডিগ্রি লাভ করে ঝুঁকে পড়ে অভিনয় জগতের প্রতি।তখন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক তনুশ্রীর পিতা ছোট মেয়ের আবদার মিটাতে পত্রিকার বিজ্ঞাপন দেখে শিলচরের ইচ্ছেডানা আয়োজিত ছয় মাসের এক থিয়েটার কর্মশালায় ভর্তি করে দেন।আর এতেই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে​ তনুশ্রীর।পরে দু হাজার উনিশ সালে মা বাবাকে সঙ্গে নিয়ে অভিনেত্রী হবার স্বপ্ন নিয়ে আকাশপথে কলকাতায় পাড়ি জমায় তনুশ্রী। খুব অল্প দিনের মধ্যে নিজের অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়ে সেখানকার অনেক পরিচালকদের মন জয় করে নেয়।একসময় কলকাতার জি বাংলার জীবন সাথী ধারাবাহিকে অভিনয় করে বেশ প্রশংসাও কুড়িয়েছে ।

পরবর্তীতে বিশিষ্ট চিত্র পরিচালক অমিত রায়ের পরিচালনায় বাংলা টেলিফিল্ম দৃশ্যাবৃত্তি ছবির মুখ্য চরিত্রে অভিনয় করারও সুযোগ লাভ করে।তাছাড়া সম্প্রতি জনপ্রিয় স্টার জলসার শ্রীকৃষ্ণ ভক্ত মীরা টিভি সিরিয়ালে অভিনয় করার সুযোগ পায়।বর্তমানে তনুশ্রীর পিতা অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক রূপক চক্রবর্তী করিমগঞ্জের এক ভাড়াটে বাড়িতে স্ত্রী ও এক কন্যা নিয়ে বসবাস করছেন।তনুশ্রীর কাকু অজয় চক্রবর্ত্তী আজও তিলভুমের বাড়িতে বসবাস করছেন।পেশায় তিনি এখানকার বালুরবন্ধ বাগানের চিকিৎসক।উনার বড়ভাই তথা তনুশ্রী চক্রবর্তীর পিতা রূপক চক্রবর্তী গত দীর্ঘকাল পাথারকান্দি শিক্ষা খণ্ডের অধীন রসিকনাথ হাইস্কুলে সুনামের সঙ্গে শিক্ষকতা করে বিগত দু হাজার ষোল ইং সনে চাকুরী জীবন থেকে অবসর গ্রহন করেছিলেন। তনুশ্রীর উত্তর‌নে ব‌্যাপক খু‌শি তার কাকা কা‌কি বোন সহ এলাকার জনগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *