টোকিও ও নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): টোকিও প্যারালিম্পিক্সে রুপো জিতলেও, ততটা খুশি হতে পারলেন না ভাবিনা প্যাটেল। সোনা জয়ের স্বপ্ন হাতছাড়া হল তাঁর। ফাইনালে পরাজয়ের পর টোকিও থেকেই ভাবিনা প্যাটেল জানিয়েছেন, “কিছুটা নার্ভাস ছিলাম, তাই খেলার কৌশল ভালোভাবে প্রয়োগ করতে পারেননি।” ভাবিনা জানিয়েছেন, “পরের বার, অবশ্যই নিজের সেরাটা দেব। আমি খুশি যে প্যারালিম্পিক্সে টেবিল টেনিসে রুপো জিতে ইতিহাস তৈরি করেছে ভারত।”
নিজের পদক দেশকে উৎসর্গ করে ভাবিনা জানিয়েছেন, “এই রুপো পদক আমি দেশকে উৎসর্গ করছি। আমার কোচ, পরিবারের সদস্য ও বন্ধুদের ক্রমাগত সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই।” এদিন ভাবিনার সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাবিনাকে প্রধানমন্ত্রী বলেছেন, আপনি ইতিহাস রচনা করেছেন। ভবিষ্যতের জন্য ভাবিনাকে শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।