নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ আগস্ট।। এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুড়ার মোহরপাড়াস্থিত নট্রিডেম হলিক্রস হাই স্কুলের উদ্যোগে এবং তেলিয়ামুড়া লায়ন্স ক্লাবের সহায়তায় বিদ্যালয় প্রাঙ্গনে বর্তমান করোণা পরিস্থিতিকে মান্যতা দিয়ে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় মোট ৩০জন রক্তদাতা রক্তদান করে। এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নট্রিডেম হলিক্রস হাই স্কুলের সিএসি জেনারেল অ্যাসিস্ট্যান্ট ফাদার আব্রাহাম; বিদ্যালয়ের ফাদার ভ্যালেরিয়ান; তেলিয়ামুড়া লায়ন্স ক্লাবের সভাপতি হারান চন্দ্র দাস; সহ-সভাপতি সুমন পাল সহ অন্যান্যরা।এদিনের এই রক্তদান কর্মসূচীতে লায়ন্স ক্লাবের সদস্য সহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং বিদ্যালয় কর্তৃপক্ষ উৎসবের মেজাজে রক্তদানের সামিল হন।