আগরতলা, ২৮ আগস্ট (হি. স.) : ত্রিপুরায় বাঁকা পথে সরকার দখল করবে না তৃণমূল কংগ্রেস। আজ আগরতলায় দাঁড়িয়ে জোর গলায় এই দাবি করেন দলের সর্ব ভারতীয় মুখপাত্র কুনাল ঘোষ। তাতে, ত্রিপুরায় বিজেপির বিদ্রোহী বিধায়কদের দলবদলের জল্পনায় কার্যত জল ঢেলে দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। তাঁর সাফ কথা, গণদেবতার রায় নিয়েই তৃণমূল ত্রিপুরায় সরকার গঠন করবে।
আজ ৮ দফা দাবি নিয়ে আগরতলার রাজপথে মিছিল করেছে তৃণমূল কংগ্রেস। ওই মিছিল থেকে বিজেপি সরকার উৎখাতের আবারো ডাক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এদিন কুনাল ঘোষ বলেন, ত্রিপুরার মানুষ বিজেপিকে চাইছে না। তাঁরা তৃণমূলকে চাইছে, আজ অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। তাঁর দাবি, ত্রিপুরার মানুষ বামফ্রন্ট ও কংগ্রেসের ব্যর্থতা দেখেছেন। এখন বিজেপি জোট শাসনে অতিষ্ট হয়ে উঠেছেন। তাই, তাঁরা পরিবর্তন চাইছেন।
এদিন তিনি সাফ জানিয়েছেন, ত্রিপুরায় বাঁকা পথে সরকার গঠন করবে না তৃণমূল। নির্বাচনে জনাদেশ নিয়ে তবেই সরকার করবো আমরা। এদিকে, তৃণমূলের সাংসদ ডাঃ শান্তুনু সেন বলেন, আজকের মিছিলে বাঁধ ভাঙ্গা জনজোয়ার আগামী বিধানসভা নির্বাচনে আছড়ে পড়বে। তাতে, বিজেপি উৎখাত হবে।
আজ কুনাল ঘোষের বক্তব্যে ত্রিপুরায় বিজেপির বিদ্রোহী বিধায়কদের দলবদলের যাবতীয় জল্পনায় কার্যত জল ঢেলে দেওয়া হয়েছে। কারণ, গত কয়েকদিন ধরে ত্রিপুরায় বিজেপি সরকার বিদ্রোহী বিধায়কদের দলবদলে বেকায়দায় পড়বে এমনি খবর প্রচারিত হচ্ছে। আজ কুনাল ঘোষ ওই সংক্রান্ত সমস্ত অনুমান অবাস্তব, তাঁর প্রমাণ দিয়েছেন।