পঞ্জাব-পরিস্থিতি নিয়ে রাহুল সকাশে হরিশ, শীঘ্রই দেখা করবেন অমরিন্দর-সিধুর সঙ্গে

নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি.স.): পঞ্জাব কংগ্রেসের বর্তমান পরিস্থিতি নিয়ে শনিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন পঞ্জাব কংগ্রেসের ভারপ্রাপ্ত হরিশ রাওয়াত। এদিন দিল্লিতে অতি অল্প সময়ের জন্য রাহুলের সঙ্গে দেখা করেন হরিশ। পঞ্জাবের সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাহুলকে অবগত করেছেন রাওয়াত। একইসঙ্গে জানিয়েছেন দু’-একদিনের মধ্যেই পঞ্জাবে যাবেন তিনি। সেখানে গিয়ে ক্যাপ্টেন অমরিন্দর সিং ও নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে দেখা করবেন তিনি।

এদিন রাহুলের সঙ্গে দেখা করার পর হরিশ রাওয়াত জানিয়েছেন, “রাহুল গান্ধীর সঙ্গে অল্প সময়ের জন্য বৈঠক হয়েছে, পঞ্জাবের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তাঁকে অবগত করেছি। ইতিমধ্যেই কংগ্রেস সভানেত্রীকেও জানিয়েছি। এর থেকে বেশি কিছু নয়।” হরিশ আরও জানিয়েছেন, “আমি দু’-একদিনের মধ্যেই পঞ্জাব যাব। ক্যাপ্টেন অমরিন্দর সিং ও নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে অবশ্যই দেখা করব।” এদিন হরিশ রাওয়াতকে প্রশ্ন করা হয়, তিনি কী পঞ্জাব কংগ্রেসের ইন-চার্জ পদের দায়িত্ব চালিয়ে জীবন? উত্তরে হরিশ জানান, “কংগ্রেসে দল যা ঠিক করবে, সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। যতদিন আমাকে বলা হবে, ততদিন দায়িত্ব পালন করে যাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *