জালিয়ানওয়ালাবাগের শহীদদের ভারত কখনো ভুলতে পারবে না : নরেন্দ্র মোদী

কলকাতা, ২৮ আগস্ট (হি. স.) : শনিবার জালিয়ানওয়ালাবাগের শহীদদের টুইটে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি লিখেছেন, “আজ সন্ধ্যায়, একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে মানুষ আগ্রহী হবে। জালিয়ানওয়ালা বাগ স্মারকের সংস্কারকৃত চত্বর জাতির জন্য উৎসর্গ করা হবে। জালিয়ানওয়ালাবাগের শহীদদের ভারত কখনও ভুলতে পারবে না।“ প্রসঙ্গত, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড (অমৃতসর হত্যাকাণ্ড) ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অন্যতম কুখ্যাত গণহত্যা। ১৯১৯ সালের ১৩ এপ্রিল তারিখে অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ড হয়। ওই শহরের জালিয়ানওয়ালাবাগ নামক একটি বদ্ধ উদ্যানে সমবেত নিরস্ত্র জনগণের উপর গুলিবর্ষণ করা হয়েছিল। এটি সংস্কারের পর গত বছর ১৩ এপ্রিল সংস্কারের কথা ছিল। কিন্তু করোনার ফলে তা স্থগিত রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *