নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও বুক করা যাবে কোভিড-১৯ ভ্যাকসিনের স্লট। জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। মঙ্গলবার টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, নাগরিকদের সুবিধার জন্য নতুন যুগের পথ প্রশস্ত হল। এখন থেকে ফোনেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুক করা যাবে কোভিড-১৯ ভ্যাকসিনের স্লট।
মনসুখ মাণ্ডব্য আরও জানিয়েছেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে MyGovIndia করোনা হেল্পডেস্কে ‘বুক স্লট’ পাঠিয়ে http://wa.me/919013151515-এর মাধ্যমে স্লট বুক করা যাবে। ওটিপি আসলে তা ভেরিফিউ করতে হবে। এভাবেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুক করা যাবে কোভিড-১৯ ভ্যাকসিনের স্লট।