নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট।। উত্তর জেলার অবহেলিত শিমুল টিলা পাহাড়ি গ্রামের করুন দশা।এই গ্রামটি ধর্মনগর মহকুমার কালাছড়া ব্লকাধীন বালিছড়া এডিসি ভিলেজে।বালিছড়া এডিসি ভিলেজের শিমুলটিলা এলাকাতে বসবাসকারি জনগন হাজারো সমস্যা নিয়ে নিত্য দিনের জীবন যাপন শুরু করতে হচ্ছে। গ্রামটিতে রয়েছে পানীয় জল,রাস্তাঘাট,স্বাস্থ্য, শিক্ষা সহ হাজারো সমস্যা। এই গ্রামটিতে হাজারো সমস্যা থাকলে ও সমস্যা গুলি সমাধানের জন্য কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না।ফলে দেখা দিয়েছে জনদুর্ভোগ।কালাছড়া ব্লকের অধীন বালিছড়া এডিসি ভিলেজের শিমূলটিলা গ্রামটিতে ৩৫ টি পরিবার বসবাস করে। গ্রামটিতে হাজার সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে পানীয় জলের সমস্যা। গ্রামে পানীয় জলের জন্য নাই কোন মার্কটু বা রিংওয়েল। গ্রামের জনগনের পানীয় জলের জন্য স্থানীয় ছড়ার জলের উপর নির্ভর করতে হচ্ছে।
ছড়ার অপরিশোধিত পানীয় জল পান করার ফলে গ্রামের জনগন আক্রান্ত হচ্ছে নানা জলবাহিত রোগ ব্যায়াদিতে। গ্রামে নেই কোন উপস্বাস্থ্য কেন্দ্র।রোগব্যায়াদি হলে গ্রামের জনগনকে যেতে হয় বেশ কয়েক কিমি দুরে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। গ্রামের রাস্তাঘাট গুলি ও বেহাল দশা।দীর্ঘ দিন যাবত গ্রামের রাস্তা গুলি সংস্কার করা হয়নি।ফলে রাস্তাতে সৃষ্টি হয়েছে বিরাট বিরটা গর্তের। গ্রামের রাস্তাঘাট বেহাল দশা হবার ফলে গ্রামে কোন যানবাহন আসে না। গ্রামে কোন যানবাহন চলাচল না করার কারনে গ্রামের কোন ব্যাক্তি অসুস্থ হলে অথবা গর্ভবতী রোগিকে ভাড়ে করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হয়। গ্রামটির শিক্ষার অবস্তাও বেহাল।গ্রামে যে একটি স্কুল রয়েছে সেই স্কুলটিতে রয়েছে পরিকাঠামোগত সমস্যা সহ শিক্ষক স্বল্পতা এবং পানীয় জলের সমস্যা। স্কুলটিতে নানা সমস্যার কারনে ছাত্র ছাত্রীরা সঠিকভাবে পঠন পাঠন থেকে বঞ্চিত হতে হচ্ছে।নেই ভালো বাসস্থানের। গ্রামের জনগনের আয়ের মুল উৎস হল জুম চাষ।গ্রামটি হালাম সম্প্রদায়ের জনগন বসবাস করে। গ্রামে রাস্তাঘাট না থাকার কারনে গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজার জাত করতে পারছেন না। গ্রামটিতে বসবাস কারী জনগন জানান কৃষির জন্য তারা সার কৃটনাশক ঔষধ পত্র ও পাচ্ছে না। খোলা বাজার থেকে অপেক্ষাকৃত বেশি দামে ঔষধ সার কিনতে হচ্ছে।
শিমুলটিলা গ্রামের জনগন অভিযোগ করে বলে প্রতিবার ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিয়ে যায় তাদের গ্রামে রাস্তাঘাট পানীয় জল স্বাস্থ্য পরিসেবার উন্নয়নের। কিন্তু ভোট শেষ হলে রাজনৈতিক নেতাদের আর দেখা পাওয়া যায় না। এই গ্রামের সভাপতি ছুমতিং চুং হালাম অভিযোগ করে বলেন, রাজ্যে কংগ্রেস জোট সরকারের আমল থেকে বামফ্রন্ট আমল এবং বর্তমান বিজেপি জোট সরকারের নেতা মন্ত্রীদের কাছে তাদের গ্রামের সমস্যা গুলি সমাধান করার জন্য বেশ কয়েক বার দাবি জানানো হয়েছে। কিন্তু কোন কাজ হয়নি। সরকার আসে যায় কিন্ত এই গ্রামের সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। গ্রামের জনগন হুমকি দিয়েছে অবিলম্ভে যদি তাদের গ্রামের সমস্যা গুলি সমাধান না করা হয় তা হলে আগামী নির্বচনে তারা ভোট বয়কট করবে।এবার দেখার বিষয় রাজ্য সরকার অবহেলিত শিমুল টিলা গ্রামের দিকে কতটুকু নজর দেয়।