Foresters rescued a rare species of snake : তুইসিন্দ্রাই এলাকায় বিরল প্রজাতির সাপ উদ্ধার করল বনকর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট।। তুইসিন্দ্রাই বাড়ি এলাকার কিশোর দাসের বাড়ি থেকে মঙ্গলবার কাকভোরে একটি বিরল প্রজাতির সাপ উদ্ধার করল বনকর্মীরা। তেলিয়ামুড়ার তুইসিন্দ্রাই বাড়ি এলাকা থেকে একটি এই বিরল প্রজাতির উদ্ধার করেছেন বনদপ্তর এর কর্মীরা।সাপটির নাম “মাইফার “। এটি সচরাচর অরুণাচল প্রদেশের বিভিন্ন ঘনবন অঞ্চলে দেখা যায় । ত্রিপুরা রাজ্যের ঘন বনাঞ্চলে এমন সাপ খুবই কম দেখা যায়। ঘটনার বিবরণে জানা যায়, তুইসিন্দ্রাই বাড়ি এলাকার বাসিন্দা কিশোর দাসের পরিবারের লোকজনরা এই সাপটিকে দেখতে পায় ঘরের ভিতরে। পরিবারের লোকজনরা তেলিয়ামুড়ার গামাই বাড়িস্থিত বনকর্মীদের খবর দেন ।

বনকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিরল প্রজাতির সাপটিকে উদ্ধার করে বনদপ্তরের অফিসে নিয়ে আসেন। বনকর্মীরা উদ্ধারকৃত বিরল প্রজাতির সাপটিকে দপ্তরের আধিকারিকের নির্দেশ অনুসারে সাত মাইল এলাকার গভীর জঙ্গলে ছেড়ে দেয়। এদিকে এক বন কর্মী জানান, এমন বিরল প্রজাতির সাপ অর্থাৎ মাইফার সাপ অরুণাচল প্রদেশের গভীর জঙ্গলে সচরাচর দেখা যায়। রাজ্যের ক্ষেত্রে এটি বিরল প্রজাতির সাপ।বনদপ্তর এর কর্মীরা সাপটি উদ্ধার করে নিয়ে যাওয়ায় পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। প্রজাতির সাপ দেখে এলাকার মানুষের মধ্যে তীব্র আতঙ্কের পরিবেশ কায়েম হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *