অবশেষে স্বস্তি! কাবুল থেকে ফিরছেন ২৫ জন ভারতীয়-সহ ৭৮ জন

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): অবশেষে স্বদেশে ফেরার প্রতীক্ষিত স্বস্তি। আফগানিস্তান থেকে ৭৮ জন যাত্রীকে নিয়ে ভারতে আসছে বিশেষ বিমান, ওই বিমানে থাকা ৭৮ জনের মধ্যে ২৫ জন ভারতীয় নাগরিক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, আফগানিস্তান থেকে নিরাপদে প্রত্যাবর্তনে সাহায্য। ২৫ জন ভারতীয়-সহ ৭৮ জনকে নিয়ে দিল্লিতে আসছে এআই ১৯৫৬ বিমান, দুশানবে হয়ে বিমানটি দিল্লিতে আসবে। ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে কাবুল বিমানবন্দর থেকে ওই ৭৮ জনকে আনা হচ্ছে।

তালিবান-কবলিত আফগানিস্তান থেকে ফেরার আনন্দ ওই ৭৮ জনের চোখে-মুখে ফুটে উঠেছে। বিমানের ভিতরেই তাঁরা বলতে থাকেন, “জো বোলে সো নিহাল সৎ শ্রী আকাল”, “ওয়াহেগুরু জি কা খালসা ওয়াহেগুরু জি কি ফতেহ”। এখন শুধু ভারতের মাটিতে পা রাখার অপেক্ষায় ওই ৭৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *