রাহুল গান্ধীর বিরুদ্ধে অশালীন মন্তব্য, কেন্দ্রীয় মন্ত্রীর অপসারণ চাইল কংগ্রেস

নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.) : কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ষাঁড়ের সঙ্গে তুলনা করেছিলেন রেলমন্ত্রকের প্রতিমন্ত্রী রাওসাহেব দানভে। ওই অশালীন মন্তব্যের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তাঁর অপসারণ চাইল কংগ্রেস।

সম্প্রতি মহারাষ্ট্রের জালনা জেলায় কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী ভগবত্‍ কারাড ‘জন আশীর্বাদ যাত্রা’ শুরু করেন। সেখানে ভাষণ দিতে গিয়ে রাহুল সম্পর্কে কটূক্তি করেন দানভে। মন্ত্রী বলেন, ‘রাহুল গান্ধী কারও কোনও কাজে লাগেন না। তিনি ষাঁড়ের মতো যত্রতত্র ঘুরে বেড়ান। আমি ২০ বছর ধরে লোকসভার সদস্য। তাঁর কার্যকলাপ আমি কাছ থেকে দেখেছি।’ পরে তিনি বলেন, কোনও ষাঁড় চাষের ক্ষেতে ঢুকে ফসল খেলে চাষি তাকে ক্ষমা করে দেয়।


মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের সভাপতি নানা পাটোলে বলেন, ‘দানভে শালীনতার সীমা ছাড়িয়ে গিয়েছেন। রাহুল সম্পর্কে কটূক্তি করার জন্য আমরা কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তাঁর অপসারণ দাবি করছি।’ পরে তিনি বলেন, যে ব্যক্তি শালীনতা বজায় রেখে কথা বলতে পারেন না, তাঁকে কীভাবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছিল জানি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *