অমরাবতী, ১৯ আগস্ট (হি.স.): দক্ষিণ ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১,৫০১ জন। এছাড়াও মৃত্যু হয়েছে ১০ জনের। ফলে অন্ধ্রপ্রদেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৯,৯৮,৬০৩ ও মৃতের সংখ্যা বেড়ে হল, ১৩,৬৯৬।
বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশ স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে নতুন করে ১,৫০১ জনের শরীরে করোনাভাইরাসের সন্ধান মিলেছে এবং মৃত্যু হয়েছে ১০ জনের। এই সময়ে সুস্থ হয়েছেন ১,৬৯৭ জন। অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১৯,৬৯,১৬৯ জন।