শ্রীনগর, ১৮ আগস্ট (হি.স.): অর্থ তছরুপ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে হাজিরা দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রধান মেহবুবা মুফতির মা গুলশন নাজির। বুধবার শ্রীনগরে ইডি-র দফতরে হাজিরা দেন মেহবুবার মা। মায়ের সঙ্গেই এদিন ছিলেন মেহবুবা। ইডি সূত্রের খবর, অর্থ তছরুপ মামলায় এদিন মেহবুবার মা-কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গত ৬ আগস্ট মেহবুবার মা-কে অর্থ তছরুপ মামলায় নোটিশ পাঠিয়েছিল ইডি। তাঁকে ১৮ আগত শ্রীনগরে ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। সেই মতো বুধবার ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন মেহবুবা মুফতির মা গুলশন নাজির।