Mansa Puja organized at Durgabari : এবারও আগরতলা দুর্গাবাড়িতে মনসা পূজার আয়োজন করা হয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।। শ্রাবণ মাসের সংক্রান্তিতে অন্যান্য বছরের মতো এবারও আগরতলা দুর্গাবাড়িতে মনসা পূজার আয়োজন করা হয়। হিন্দু বাঙ্গালীদের বারো মাসে তেরো পার্বণ এর অন্যতম কারণ হলো সর্প দেবী মা মনসার উপাসনা। বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে এসে বসতি স্থাপন করেছেন তাদের মধ্যেই মা মনসার পূজার্চনা প্রবণতা অনেক বেশি। একমাস ব্যাপী মনসামঙ্গল পুঁথি পড়ার পর মা মনসার পূজা করা হয়।

গ্রাম ত্রিপুরার বহু বাড়িঘরে মা মনসা দেবী পূজিত হন। মা মনসার পূজা কে কেন্দ্র করে গ্রাম ত্রিপুরার ঘরে ঘরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার লক্ষিত হয়। রাজধানী শহরের দূর্গা বাড়িতেও ভাবগম্ভীর পরিবেশে মা মনসা দেবীর পূজা হয়ে থাকে। এ বছরও শ্রদ্ধাভরে মামলার পূজার্চনা অনুষ্ঠিত হয়।তবে বর্তমান কোভিড পরিস্থিতির কারণে ভক্তদের সমাগম নেই বললেই চলে।নিয়ম মেনে করা হয় মনসা পূজো। বিস্তারিত বিষয় জানিয়েছেন মন্দিরের পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য। রাজ্যের বিভিন্ন স্থান থেকে মা মনসার পূজার্চনার খবর মিলেছে। সর্বত্রই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গ্রাম ত্রিপুরার মানুষ মা মনসা দেবীর পূজা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *