Movement to demand pass : পাশ করানোর দাবীতে আন্দোলন অব্যাহত, গ্রেপ্তার বহু ছাত্রছাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ মধ্য শিক্ষা পর্ষদের ফলাফলে অসন্তুষ্ট হয়ে রাজ্যে ছাত্র আন্দোলন ক্রমাগত তেজী রূপ ধারণ করছে৷ প্রতিদিন ছাত্র-ছাত্রীদের আন্দোলন অব্যাহত রয়েছে৷ শুক্রবার দুপুরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অকৃতকার্য ছাত্রছাত্রীরা পাসের দাবিতে সিটি সেন্টার সংলগ্ণ এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়৷ পরবর্তী সময় তারা বিক্ষোভ কর্মসূচি থেকে উঠে মহাকরণে উদ্দেশ্যে যেতে চাইলে পোস্ট অফিস চৌমুহনি এলাকায় এসে পুলিশের বাধা প্রাপ্ত হয়ে রাস্তায় বসে পড়ে৷ দীর্ঘক্ষন চলে রাস্তা অবরোধ৷ পরে পুলিশ পথ অবরোধকারী এনএসইউআই কর্মীদের এবং ছাত্র ছাত্রীদের গ্রেপ্তার করে নিয়ে যায়৷


প্রসঙ্গত, কোভিড পরিস্থিতির জন্য রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরিক্ষা অনুষ্ঠিত হয় নি৷ কারণ ছাত্র-ছাত্রীরা সুকল এবং শিক্ষকের বাড়িতে যেতে পারেনি৷ ব্যাঘাত ঘটেছে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায়৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ছাত্র-ছাত্রীদের সুকলের ফলাফলের উপর ভিত্তি করে ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে৷ কিন্তু ফলাফল ঘোষণার পর থেকে ছাত্র-ছাত্রীরা অসন্তুষ্ট প্রকাশ করে প্রতিদিন রাজ্যে আন্দোলন সংগঠিত করছে৷ কিন্তু সরকার ছাত্র-ছাত্রীদের ফলাফল নিয়ে পদক্ষেপ গ্রহণ করে ফলাফল পুনঃমূল্যায়ন করার ঘোষণা করেছে৷ কিন্তু তাতে সন্তুষ্ট নয় ছাত্র-ছাত্রীরা৷ অকৃতকার্য হওয়ার ছাত্র-ছাত্রীদের দাবি তাদের সকলকে পাস করিয়ে দিতে হবে৷ অর্থাৎ ১০০ শতাংশ পাস ছাড়া ছাত্রছাত্রীরা পিছু পা হাটতে চাইছে না অকৃতকার্য হওয়া ছাত্র ছাত্রীরা৷ শুক্রবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে এন এস ইউ আই পক্ষ থেকে শিক্ষামন্ত্রী উদ্দেশ্য করে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল৷


কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষামন্ত্রীর কাছ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তাই পুনরায় ছাত্র-ছাত্রীদের স্বার্থে রাস্তায় নেমে আন্দোলন শুরু করা হয়েছে৷ ৫০ শতাংশ নম্বর প্রদান করে সমস্ত ছাত্র-ছাত্রীদের পাস করিয়ে দিতে হবে বলে দাবি জানায় এন এস ইউ আই৷ সংগঠনের দাবি ছাত্র-ছাত্রীদের কথা সরকারকে শুনতে হবে৷ নয়তো আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবে ছাত্র-ছাত্রীরা৷ বিক্ষোভ প্রদর্শনের উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি পুজন বিশ্বাস৷ তিনিও সরকারের ভূমিকায় নিন্দা জানান৷ পরবর্তী সময় পুলিশ বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীদের এবং ছাত্রনেতাদের গ্রেপ্তার করে গাড়িতে তুলে পুলিশ লাইন নিয়ে যায়৷ রাত পর্যন্ত চলে বিক্ষোভ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *