নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট।। চানমারি এলাকায় ভাড়াটিয়া ঘর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত যুবকের নাম স্বপন মালাকার। বয়স ৩২বছর।
শুক্রবার রাজধানী আগরতলা শহর সংলগ্ন চানমারিতে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে।
ভাড়া বাড়িতে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়।জানা যায় আজ থেকে ২ দিন আগে স্বপন মালাকার নামে ওই যুবক চানমারি এলাকার বাসিন্দা সুকুমারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে আসেন। কিন্তু একদিন পরেই বাড়ির মালিক স্বপন মালাকার ঘরের মধ্যে তাঁর মৃতদেহটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জিবি পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে ময়না তদন্তের জন্য। কিন্তু মৃত স্বপন মালাকারের গলায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে ।
এই বিষয়ে বাড়ির মালিককে জিজ্ঞাসা করা হলে কোন সঠিক উত্তর দিতে পারিনি ।বাড়ির মালিকের নাম সুকুমার শীল ।তবে কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে সেই বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করে তার পরিবারের লোকজন। জানা যায় মৃত যুবক ওই ভাড়া বাড়িতে একাই থাকত। ভাড়া বাড়িতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।