নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট।। করোনাকালে স্বেচ্ছায় রোগীর সেবায় নিয়োজিত হয়েছি। তাই, এখন তার প্রতিদান চাইছেন বেকার নার্স-রা। অবিলম্বে ৫০০০ নার্স নিয়োগের দাবিতে আজ আগরতলায় রাধানগর মোটর স্ট্যান্ড এলাকায় রাস্তা অবরোধ করেন তাঁরা। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে রাস্তা অবরোধ মুক্ত হয়েছে। পুলিশ অবরোধকারীদের গ্রেফতার করে নিয়ে গেছে।
আজ তাঁরা জানিয়েছেন, ত্রিপুরায় ২০১৬ সালের পর থেকে সরকারিস্তরে নার্স নিয়োগ হয়নি। ফলে, প্রচুর নার্স বেকার হয়ে আছেন। তাঁদের বক্তব্য, ত্রিপুরায় ছয় হাজারের অধিক বেকার নার্স রয়েছেন। তাঁদের কথায়, করোনাকালে আমরা স্বেচ্ছায় রোগীর সেবায় নিয়োজিত হয়েছি। সকলকে সহযোগিতা করেছি। বিনিময়ে এখন সরকারিভাবে নিয়োগ চাইছি।
তাঁদের আরও বক্তব্য, বেকার বসে থেকে অনেক নার্স আছেন তাঁরা বয়সোত্তীর্ন হয়ে পড়ছেন। আরও কিছুটা সময় অতিক্রান্ত হলে তাঁরা চাকুরীর জন্য আবেদন জানাতে পারবেন না। তাঁদের দাবি, ত্রিপুরায় অতি শীঘ্র অন্তত পাঁচ হাজার নার্স নিয়োগ করতে হবে।
এদিন, দীর্ঘ সময় রাধানগর এলাকায় রাস্তা অবরোধে তীব্র যানজট দেখা দিয়েছিল। পুলিশ অবরোধ মুক্ত করার চেষ্টা করলে আন্দোলনকারী নার্সদের সাথে পুলিশের তীব্র বাদানুবাদ হয়েছে। দুয়েক জনকে টেনে হিচড়ে পুলিশ গাড়িতে তুলেছে। আন্দোলনকারী সকলকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। পরে তাঁদের ছেড়ে দিয়েছে। এদিন তাঁরা জানিয়েছেন, চাকুরীর দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন দেবেন।