Ensure safe and nutritious food : সুরক্ষিত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করার উদ্যোগ রাজ্য সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ সুরক্ষিত এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করার জন্য ত্রিপুরা সরকার উদ্যোগ নিয়েছে৷ এতে স্থানীয় মানুষ রসনাতৃপ্তির সাথে নিরাপদ এবং পুষ্টিকর খাবারের স্বাদ নিতে পারবেন৷ ত্রিপুরার স্বাস্থ্য দফতর এবং এফএসএসএআই সিদ্ধান্ত নিয়েছে, ইট রাইটস ক্যাম্পাস (ইআরসি) এবং ক্লিন স্ট্রিট ফুড হাব (সিএসএফএইচ) গঠনের মাধ্যমে খাবারের গুণমান এবং পুষ্টিকর দিক বজায় রাখা হবে৷ ত্রিপুরার মুখ্যসচিব কুমার অলক এক টুইট বার্তায় এমনটাই জানিয়েছেন৷


তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, স্বাস্থ্য দফতর এবং এফএসএসএআই সিদ্ধান্ত নিয়েছে, নাগরিকদের মধ্যে স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে তোলার জন্য প্রচার চালানো হবে৷ এরই অঙ্গ হিসেবে আগরতলায় সচিবালয় ক্যান্টিন, উদয়পুরে খিলপাড়া আবাসিক গৃহ এবং ধর্মনগর রেল স্টেশনকে ইআরসি এবং বটতলা থেকে পোস্ট অফিস চৌমুহনি এলাকা সিএসএফএইচ হিসেবে নথিভুক্ত করা হবে৷


এ-বিষয়ে পরিবার কল্যাণ ও রোগ-প্রতিরোধ দফতরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা বলেন, এই প্রকল্পের অধীনে তিনটি স্থান চিহ্ণিত হয়েছে৷ এতে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের বৈঠকে সিলমোহর পড়েছে৷ প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত হলে সারা রাজ্যে আরও স্থান চিহ্ণিত করা হবে৷ সেখানে ইআরসি এবং সিএসএফএইচ-র সুবিধা সকলের কাছে পৌঁছে দেওয়া সুনিশ্চিত করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *