নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ রেল লাইনে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে বিশ্রামগঞ্জে৷ পুলিশের বক্তব্য, ঘটনাটি আত্মহত্যা না দুর্ঘটনা, তা জানতে তদন্ত শুরু হয়েছে৷
বিশ্রামগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, আজ মঙ্গলবার সকালে স্থানীয় জনগণ রেল লাইনে দুই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন৷ খবর পেয়ে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ স্থানীয় জনগণের মতে, দুই যুবক এই এলাকার বাসিন্দা নন৷ তবে রেল লাইনে মৃতদেহ কীভাবে এসেছে তাকে ঘিরে ধোঁয়াশা এবং কৌতূহল বেড়েছে৷
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিশ্রামগঞ্জ হাসপাতালে পাঠিয়েছে৷ পুলিশের বক্তব্য, রেলে কাটা পড়ে ওই দুই যুবকের মৃত্যু হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়৷ তবে অনুমান করা হচ্ছে, রেলে কাটা পড়েছে ওই দুই যুবক৷ অবশ্য মৃত্যুর পেছনে অন্য কারণও উড়িয়ে দিচ্ছে না পুলিশ৷ ফলে তদন্তক্রমে প্রকৃত কারণ খুঁজে বের করা হবে বলে দাবি পুলিশের৷