নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): সিংহ ঐশ্বর্যশালী ও সাহসী। ভারত অত্যন্ত গর্বিত এশিয়াটিক সিংহের ঘর হতে পেরে। মঙ্গলবার ‘বিশ্ব সিংহ দিবস’ এভাবেই নিজের খুশি ও উচ্ছ্বাস প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “বিশ্ব সিংহ দিবসে, সিংহ সংরক্ষণের প্রতি উৎসাহী সকলকে আমার শুভেচ্ছা। এই বিষয়টি আপনাদের খুশি করবে যে, বিগত কয়েক বছরে ভারতে সিংহের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে।”
নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় গির সিংহের জন্য বহু প্রচেষ্টা করেছিলেন তিনি। টুইট মোদী জানিয়েছেন, “আমি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলাম, সেই সময় গির সিংহদের নিরাপদ বাসস্থান নিশ্চিত করার জন্য কাজ করার সুযোগ পেয়েছিলাম। বাসস্থান নিরাপদ ও পর্যটনকে উৎসাহিত করার জন্য স্থানীয় জনগোষ্ঠী ও বিশ্বব্যাপী সর্বোত্তম অনুশীলনকে জড়িত করার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল।” প্রসঙ্গত, বিশ্বের মধ্যে শুধুমাত্র গির অরণ্যেই এশিয়াটিক সিংহের দেখা মেলে। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের তথ্যানুসারে, গির অভয়ারণ্যের সাড়ে ৮০০ বর্গমাইল এলাকায় প্রায় ৫২৩টি সিংহ বাস করে।