নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ মিজোরামের ব্রু শরণার্থীদের রাজ্যে পূণর্বাসনের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা নিয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবী জানিয়েছেন গণমুক্তি পরিষদের সভাপতি তথা প্রাক্তন সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷ তিনি দাবি করেন, সঠিক পরিকল্পনার ঘাটতি থাকার জন্য কিছুদিন আগে দামছড়ায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ রবিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন৷
জীতন্দ্রে চৌধুরী জানিয়েছেন, সম্প্রতি দামছড়ায় ব্রু চড়াই সম্প্রদায় এবং স্থায়ী বসবাসকারীদের মধ্যে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল৷ আর সেদিনের ঘটনায় রাজ্যের বহু স্থায়ী বাসিন্দাকে আসাম গিয়ে শরণার্থী হিসেবে কিছুদিন থাকতে হয়েছে৷ ত্রিপুরা গণমুক্তি পরিষদের পক্ষ থেকে দামছড়ায় একটি প্রতিনিধিদল গিয়ে ৪ জুলাই অসহায় পরিবারগুলির সাথে কথা বলেছে৷
তাদের বক্তব্য শোনা হয়েছে৷ বহু পরিবার ঘটনার এত দিন হয়ে গেলেও সরকারি ভাবে কোনো রকম সহযোগিতা পায়নি৷ এই অবস্থায় এখনো ৬-৭ টি পরিবারের থাকার ব্যবস্থা নেই৷ সরকার এই অসহায় পরিবারগুলি পাশে দাঁড়ানোর কোন প্রতিশ্রুতি পর্যন্ত দিচ্ছে না৷ তাই সরকারের কাছে দাবি জানানো হচ্ছে সরকার যাতে দাম ছড়ায় দুই সম্প্রদায়ের মধ্যে প্রশাসনিকভাবে আলোচনা করে শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনে৷ নয়তো পুনরায় এ ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে৷ পাশাপাশি সরকারের কাছে দাবি জানানো হচ্ছে যাদের এখনও পুনর্বাসনের ব্যবস্থা হয়নি তাদের যাতে অবিলম্বে খাস জমি দেওয়া হয়৷ এবং জমি দেওয়ার পূর্বে যাতে প্রশাসনিকভাবে আলোচনা করা হয়৷
আর যাদের পুনর্বাসন দেওয়া হয়ে গেছে তাদের যাতে আর্থিকভাবে সহযোগিতার জন্য জব কার্ড দেওয়া হয় তার দাবী জানানো হচ্ছে সরকারের কাছে৷ পাশাপাশি তিনি আরো বলেন সেদিন যদি দাম ছড়ার স্থানীয়রা এগিয়ে না আসতে তাহলে ঘটনাটি আরো বড় আকার ধারণ করতো৷ তাই সরকারের ইতিবাচক ভূমিকা দাবি করেন তিনি৷ পাশাপাশি কমলপুর মহকুমা শুক্রবার এবং শনিবার সন্ত্রাসের ঘটনায় তীব্র নিন্দা জানান৷ তিনি বলেন শুক্রবার দলের প্রবীণ নেতৃত্ব রঞ্জিত ঘোষকে মারধর করা হয়েছে৷ শনিবার কমলপুর মানিক ভান্ডার দলীয় কার্যালয়ে অগ্ণিসংযোগ করে পুড়ে দেওয়া হয়েছে৷ শাসক দলের এই ধরনের ঘটনায় তীব্র ভাষায় আক্রমণ করেন জিতেন্দ্র চৌধুরী৷ আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা৷