নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ কমলপুরের মানিকভান্ডার -এ অবস্থিত সি পি আই (এম )দলের কমলপুর বিভাগীয় কার্যালয়ে গতকাল রাতে দুসৃকতিকারীরা আগুন লাগিয়ে দেয়৷ এই ভবনটি মাখন দত্ত ও নন্দকিশোর নম দাস স্মৃতি ভবন হিসাবে পরিচিত৷ এই ভবনে অগ্ণিকান্ডের ঘটনা ঘিরে রাজ্যের শাসকদল ও সি পি আই (এম ) দলের পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে৷
রাজ্যের শাসক দল তথা বিজেপির কমলপুর মন্ডল সভাপতি প্রশান্ত সিনহা জানিয়েছেন, এই অফিস দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল৷ তাই হয়তোবা শর্ট সার্কিট থেকে অগ্ণি কাণ্ডের ঘটনা হতে পারে? বিজেপির কেউ এতে জড়িত নয়৷ এটা সি পি আই (এম ) এর অপপ্রচার ৷ এদিকে সি পি আই (এম )কমলপুর মহকুমা কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে ঘটনায় বিজেপি দুর্বৃত্তরাই জড়িত৷ কারণ, ঘরে পেট্রোলের গন্ধ পাওয়া গেছে৷ পেছন ও সামনে দিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেই আগুন দেওয়া হয়েছে৷ তাঁদের বক্তব্য শর্ট সার্কিট হলে এতো তাড়াতাড়ি আসবাব পত্রে আগুন ছড়াতো না৷ পেট্রোল বা কেরোসিনের মতো দাহ্য পদার্থ ঢালার ফলেই আগুন এতো তাড়াতাড়ি ছড়িয়েছে৷ এই পার্টি অফিসের সংলগ্ণ দোকানগুলিতে যদি আগুনের লেলিহান শিখা গিয়ে পৌঁছতো তাহলে আশপাশের দোকান ও বাড়ি ঘরের ব্যাপক ক্ষতিসাধন হতো৷ অল্পেতে রক্ষা পেয়েছে আশপাশের দোকানপাট৷
এদিকে, সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস রবিবার সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন এই অগ্ণিকান্ডের ঘটনার সাথে বিজেপির দুসৃকতিরা জড়িত৷ শুধু তাই নয়, সম্প্রতি কমলপুরে সিপিএমের নেতা কর্মীদের উপর হামলার ঘটনায়ও বিজেপির দুসৃকতিরা জড়িত রয়েছে৷ তিনি অভিযোগের তীর মন্ত্রী তথা বিজেপি নেতা মনোজ কান্তি দেবের দিকে ছুড়ে বলেন, তাঁর নির্দেশেই কমলপুর ও মানিকভান্ডারে এই ধরনের হিংসাত্মক কার্যকলাপ চালানো হচ্ছে৷ গৌতম দাস আরও জানিয়েছেন, জিরানীয়াতেও সিপিএমের একটি পার্টি অফিসে আগুন দেয়া হয়৷ প্রতিটি ঘটনারই সংশ্লিষ্ট এলাকার থানায় অভিযোগ জানানো হয়েছে৷ কিন্তু এখনও পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷