নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৬ আগস্ট৷৷ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গোটা রাজ্যের সাথে আজ বিকেল তিনটে নাগাদ উত্তর জেলার ত্রিপুরা মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সিল করে দেন স্থানীয় জনগণ৷ ঘটনাটির গুরুত্ব অনুধাবন করে পানিসাগর মহাকুমার মহকুমা শাসক রজত কুমার ঘটনাস্থলে ছুটে যান৷ ছুটে আসেন মিজোরামের মামিত জেলার এসডিও৷ বিকাল থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত টানা কয়েক ঘন্টা উভয় রাজ্যের প্রশাসনিক ভাবে বৈঠক হয় দামছড়া বাজারে৷ উক্ত বৈঠকে উভয় রাজ্যের প্রশাসনিক কর্মকর্তাদের আলোচনায় উঠে আসে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়৷
বিষয়গুলোর মধ্যে, ত্রিপুরা মিজোরাম সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে করোনা ভাইরাসের প্রকোপের কারণে বন্ধ থাকাতে ক্ষতিগ্রস্ত উভয় রাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ীরা৷ উঠে আসে, যদি রাজ্যের ব্যবসায়ীরা পার্শবর্তী রাজ্য মিজোরামের কানমুনে প্রবেশ করে দ্রব্য সামগ্রিক ক্রয় করতে পারে এবং মিজোরামের ব্যবসায়ীরা দামছড়া এসে দ্রব্যসামগ্রী ক্রয় করতে পারে তাহলে আগামীকাল থেকে দশরথ সেতু উন্মুক্ত থাকবে৷সেই সকল বিষয়গুলো উভয় ভাবে মেনে নেওয়া না হয় তাহলে দশরথ সেতু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে৷তবে আজকের আলোচনার পর দশরথ সেতু উন্মুক্ত করে দেওয়া হয়৷ আগামীকাল সকাল দশটা নাগাদ দামছড়াতে রাজ্যের ও মিজোরামের প্রশাসনিক স্তরের উচ্চপর্যায়ের বৈঠকে সবর্োপরি সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা রয়েছে৷ এদিকে উল্লেখযোগ্য যে, করোনা ভাইরাসের প্রকোপের কারণে বিশেষত দামছড়া এলাকার অজস্র ক্ষুদ্র ব্যবসায়ীরা আজ দোকানের ঝাঁপ বন্ধ করতে বাধ্য হয়েছেন৷ মাঝপথে দামছড়া সহ পানিসাগর ও ধর্মনগরের পুঁজিপতি ব্যবসায়ীদের এ যাত্রায় শাপে বর হয়েছে৷ বর্তমানে দামছড়ায় দেখা দিয়েছে নিত্যপণ্যের কৃত্রিম সংকট৷যেমনটা আলু প্রতি কেজি পঁয়ত্রিশ টাকা৷
পেঁয়াজ আশি টাকা৷ ডিম চল্লিশ টাকা সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য আজ আকাশ ছোঁয়া৷আর তাতে অধিক মুনাফা লুটে নিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ পুঁজিপতি ব্যবসায়ীরা৷ কিন্তু বর্তমানে স্থানীয় প্রশাসন এই বিষয়টি খতিয়ে দেখার মত প্রয়োজন মনে করছেনা৷ সীমান্তবর্তী দামছড়া এলাকাটি স্বাভাবিকভাবে গরিব এলাকা হিসেবে চিহ্ণিত৷ তার উপর দ্রব্যমূল্যের আকাশছোঁয়া হওয়াতে আজ বাধ্য হয়ে ত্রিপুরা মিজোরাম সীমান্ত দশরথ সেতু বন্ধ করে বসেন সাধারণ জনগণ৷এখন দেখার বিষয় স্থানীয় প্রশাসন পুঁজিপতি ব্যবসায়ীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে,নাকি অর্থের কাছে হার মেনে ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্তিত্ব সংকটে ফেলে দেয়?