নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অগাস্ট।। ত্রিপুরা সফরকালে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জীর ওপর আক্রমণের প্রতিবাদে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার রাজ্য পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকদের উপর শাসক দলের কর্মী সমর্থকরা কোনো ধরনের আঘাত হানলে তার জবাব দেওয়া হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা সুবল ভৌমিক।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা শহরে এসে উদয়পুর মাতাবাড়ি যাওয়ার পথে তার উপর বিজেপির কর্মী-সমর্থকেরা হামলা চালায়। পরপর ১৩টি স্থানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা করা হয় বলে তিনি অভিযোগ করেন। এর প্রতিবাদেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার রাজ্য পুলিশের মহানির্দেশক এর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক। তিনি বলেন রাজ্যে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশি নির্যাতন চালিয়েছে। রক্তপাতের মতো ঘটনা ঘটেছে। এ ধরনের কার্যকলাপের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে না।
এই রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে বলেও তিনি অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সরাসরি সন্ত্রাসে মদত দিচ্ছেন বলেও তিনি অভিযোগ করেছেন। সংগঠিতভাবে বিরোধী দলের নেতাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। বিজেপির হাত থেকে খড়গ কেড়ে নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তৃণমূল কংগ্রেসকে কোনভাবেই দুর্বল না ভাবতে তিনি পরামর্শ দিয়েছেন। কোথাও তৃণমূল কর্মীদের উপর আক্রমন করে একজন কংগ্রেস প্রস্তুত রয়েছে।তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।