নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অগাস্ট।। আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বাধীন তিপরা মথা দলের নির্বাচনী আঁতাত গঠনের বিষয়টি খুবই প্রাসঙ্গিক বিষয় হয়ে উঠেছে। প্রদ্যুৎ কিশোরের সঙ্গে কুণাল ঘোষের সাক্ষাৎ করার বিষয়টি খুবই ইঙ্গিতবহ বলেও মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ দেখা করলেন তিপরা মথার চেয়ারম্যান মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুনাল ঘোষ জানালেন, মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং কুণাল ঘোষ দুজনেই বন্ধু। অনেক আগে থেকে দুজন দুজনকে চেনেন ।
তাই দেখা করতে আসলেন মহারাজের সঙ্গে । মহারাজকে দুটো বই উপহার দিলেন কুনাল ঘোষ। পরবর্তী সময়ে মহারাজ জানালেন তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক আগে থেকেই । বন্ধুত্ব নিয়ে কথা হয়েছে । রাজনীতি নিয়ে কথা হয়নি। ত্রিপুরা পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা হয়েছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপাত্র সাংবাদিক কুনাল ঘোষের সাক্ষাতের বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিষয়ে তাদের মধ্যে তেমন কোনো আলোচনা হয়নি বলে জানানো হলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এর পরিপ্রেক্ষিতে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে কুণাল ঘোষের এই সাক্ষাৎ খুবই ইঙ্গিতবহ বলে মনে করছেন রাজনৈতিক মহল।