ঢাকা, ৩ আগস্ট (হি. স.) : ফের ভারতের সঙ্গে সীমিত পরিসরে বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। দু’দেশের মধ্যে স্বাক্ষরিত ‘এয়ার বাবল’ চুক্তির অধীনে এই পরিষেবা চালু হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস।
করোনাভাইরাসের বেনজির সংক্রমণের কারণে গত ২৩ মার্চ থেকে বন্ধ ভারত ও বাংলাদেশের মধ্যে বিমান চলাচল। ফলে বিপাকে পড়েছেন অসংখ্য যাত্রী। বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে কলকাতা সহ ভারতের বিভিন্ন শহরে যাওয়া বাংলাদেশিরা। সেই অসুবিধার কথা মাথায় রেখে বিমান পরিষেবা চালু হবে তা এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে সপ্তাহে চারটির মতো বিমান চলতে পারে বলে জানা গিয়েছে। সম্প্রতি দেশে করোনার সংক্রমণ কমে যাওয়ায় ফের বিমান পরিষেবা চালুর জন্য বাংলাদেশ বিদেশ মন্ত্রককে অনুরোধ জানায় ভারতের বিদেশ মন্ত্রক। এদিন আন্তঃ মন্ত্রণালয় কমিটির বৈঠকে ভারতের সঙ্গে পুনরায় বিমান পরিষেবা চালুর ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়।