Three water tanks at risk : শান্তির বাজার মহকুমায় তিনটি জলের ট্যাঙ্কিই ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অগাস্ট।। শান্তির বাজার মহকুমায় তিনটি জলের ট্যাঙ্কিই ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে। এ ব্যাপারে কোন হেলদোল নেই প্রশাসনের। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমায় পানীয় জলের সুবিধার্থে রাজ্য সরকারের অর্থ ব্যয় করে তৈরি করা হয়েছিলো জলের ট্যাঙ্কি। প্রচুর অর্থ ব্যয় করে এই ট্যাঙ্কিগুলি নির্মান করা হলেও এই সব ট্যাঙ্কি থেকে জলের পরিষেবা পায়নি লোকজনেরা।

বর্তমানে শান্তির বাজার মহকুমায় ভগ্নদশায় ঐ তিনটি জলের ট্যাঙ্কি রয়েছে। বাইখোড়ার চড়কবাই গ্রামপঞ্চায়েত সংলগ্ন, শান্তির বাজার থানা সংলগ্ন ও কাঞ্চননগর পঞ্চায়েত সংলগ্ন এলাকায় জলের ট্যাঙ্কিগুলি রয়েছে। জানা যায় কাঞ্চন নগর পঞ্চায়েত সংলগ্ন যে জলের ট্যাঙ্কিটি রয়েছে এই ট্যাঙ্কী নির্মানের পর থেকে কোনো এক অঞ্জাত কারনে ট্যঙ্কিটি চালু করা হয় নি। এলকাবসীর অভিযোগ, নির্মানকারী ঠিকেদারের কারনে এই ট্যাঙ্কির জলের পরিষেবা পায়নি লোকজনেরা। বর্তমানে এই ট্যাঙ্কি গুলি ভগ্নদশায় খসে খসে পড়ছে।

ট্যাঙ্কির পাশ দিয়ে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে লোকজন ও যানবাহন চলাচল করছে। যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। এলাকাবাসী চাইছেন দ্রুত ট্যাঙ্কিগুলি সারাই করা হোক যাতে করে এই ট্যাঙ্কি থেকে সকলে জলের পরিষেবা পায়। এই ট্যাঙ্কির ব্যাপারে ডিডব্লিউএস দপ্তরের নিকট জানতে চাওয়া হলে দপ্তরের এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার অনুপ চক্রবর্তীর খোঁজ পাওয়া যায় নি। এখন দেখার বিষয় এই ঝুঁকিপূর্ন অবস্থায় থাকা জলের ট্যাঙ্কি মেরামত করতে দপ্তর কি পদক্ষেপ গ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *