নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অগাস্ট।। করোণা পরিস্থিতিতে কলেজগুলির ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা অফ লাইনের পরিবর্তে অনলাইনে গ্রহণ করার জন্য ছাত্র-ছাত্রীদের কাছে দাবি জানানো হয়েছে। রাজ্যের কলেজগুলিতে অনলাইন পরীক্ষা দেওয়ার দাবিতে মঙ্গলবার উচ্চশিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া রীতিমতো সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পঠন পাঠন লাটে উঠেছে। স্কুল কলেজে ক্লাস করাতে না পারায় অনলাইনে ছাত্র-ছাত্রীদের পড়ানোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু অনলাইনে অনেকের ক্ষেত্রেই শিক্ষা গ্রহণ কষ্টকর। কেননা অনেকের কাছেই এনড্রয়েড মোবাইল নেই। আবার এন্ড্রয়েড মোবাইল থাকলেও অনেক জায়গায় নেটওয়ার্ক খারাপ।
স্বাভাবিক কারণেই অনলাইন শিক্ষাব্যবস্থার সুযোগ গ্রহণ করা অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না। কলেজের পঞ্চম সেমিস্টার এর ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। অবিলম্বে পঞ্চম সেমিস্টার এর ফলাফল ঘোষন করা এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা অনলাইনে নেওয়ার দাবি জানিয়েছে কলেজ ছাত্র ছাত্রীরা। অফলাইনে পরীক্ষা নিতে হলে পরীক্ষা গ্রহণের সময়সীমা আরও বাড়াতে হবে বলে তারা দাবি জানিয়েছেন। রাজ্যের কলেজের ছাত্র-ছাত্রীরা মঙ্গলবার প্রতিনিধিমূলক উচ্চশিক্ষা অধিকর্তার অফিসে উচ্চশিক্ষা অধিকর্তার কাছে এসব বিষয় নিয়ে দাবি পেশ করেছেন। কলেজ ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে দাবি সনদ পেশ করে আশা ব্যক্ত করা হয়েছে উচ্চশিক্ষা দপ্তর এ বিষয়ে ইতিবাচক মনোভাব নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।