নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অগাস্ট।। গোমতী জেলার উদয়পুর কোভিড কেয়ার সেন্টার থেকে পালিয়ে যাওয়া এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছেন পুলিশ। তার নাম পিন্টু দাস। সে একজন বিচারাধীন বন্দি।
উদয়পুর কোভিড কেয়ার সেন্টার থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই তাকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত থাকে। সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে রহিমপুর সীমান্ত এলাকা থেকে পিন্টু দাস নামে ওই পলাতক আসামিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। সেখান থেকে তাকে উদয়পুরে নিয়ে আসা হয়। উদয়পুর মহাকুমা হাসপাতালে করোনা পরীক্ষা করানো হয়েছে।। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ।