নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অগাস্ট।। রাজধানী আগরতলা শহরের টাউন বড়দোয়ালী এলাকায় ফাঁসিতে আত্মহত্যা করেছে এক ব্যক্তি। তার নাম সমীর দাশগুপ্ত। বয়স আনুমানিক সাতচল্লিশ বছর। নিজ বাড়ির তিন তালায় একটি কক্ষে ওই ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। জানা গেছে পরিবারের লোকজন রা বাড়িতে ছিলেন না। তারা সোনামুড়া বেড়াতে গিয়েছিলেন। বাড়ির একটা ভাড়াটিয়া তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজনদের খবর দেয়।
খবর পাঠানো হয় আগরতলা পশ্চিম থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখান থেকে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এর পেছনে অন্য কোনো কারণ আত্মগোপন করে রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে পশ্চিম থানার পুলিশ জানিয়েছে। পরিবারের লোকজনদের অনুপস্থিতিতে ফাঁসিতে আত্মহত্যার সংবাদে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।