TET exam is in September : সেপ্ঢেম্বরে হচ্ছে টেট পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন আগামী সেপ্ঢেম্বরে টেট পেপার-১, পেপার ২, এসটিজিটি এবং এসটিপিজিটি পরীক্ষা নেওয়া হবে৷ মঙ্গলবার শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন টিআরবিটি টেট পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে৷ ১৯ সেপ্ঢেম্বর টেট পেপার-১ পরীক্ষা হবে তার জন্য প্রার্থী সংখ্যা ১২২৩২ জন এবং ২৬ সেপ্ঢেম্বর টেট পেপার-২ পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ তাতে প্রার্থীর সংখ্যা ১৫৭৪৭ জন৷ এসটিজিটি পরীক্ষা হবে ১৪ সেপ্ঢেম্বর ১৭৫টি পদের জন্য৷ অন্যদিকে এসটিপিজিটি পরীক্ষা হবে ১৬ সেপ্ঢেম্বর ৬৪ পদের জন্য৷


এখনো পর্যন্ত টিআরবিটি টেট পেপার-১ এবং পেপার-২ এর মোট ৬টি পরীক্ষা নিয়েছে৷ এই দুটি পরীক্ষায় মোট প্রার্থী ছিল ১ লক্ষ ৩০ হাজার ৩৪৫ জন৷ তাতে ৩৫৬৮ প্রার্থী উত্তীর্ণ হয়েছে৷ এবং এর মধ্যে ৩২৭৪ প্রার্থীকে পোস্টিং দেওয়া হয়েছে৷ ৪০ মাসে মোট ৩০৫৭ জনকে টেট, এসটিজিটি এবং এসটিপিজিটি পদে নিয়োগপত্র দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *