আগরতলা, ১২ জুলাই : রাজধানী আগরতলা শহর সংলগ্ন প্রতাপগড় ঋষিপাড়ায় নিখোঁজ হয়ে হয়ে যাওয়া সাড়ে তিন বছরের শিশু কন্যার মৃতদেহ ২৪ ঘন্টা পর নদী থেকে উদ্ধার হয়েছে। আগেই আশঙ্কা করা হয়েছিল পার্শ্ববর্তী নদীর জলে তলিয়ে গেছে শিশুটি। শিশুটিকে উদ্ধার এর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নদীর জলের স্রোতে তলিয়ে যাওয়া সাড়ে তিন বছরের শিশু কন্যার মৃতদেহটি ২৪ ঘন্টা পর নদীর জল থেকে উদ্ধার করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে প্রতাপগড় ঋষিপাড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশসহ অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা। শিশুটিকে উদ্ধার এর জন্য দমকল বাহিনী টিএসআর বাহিনী সহ অন্যান্যরা আপ্রাণ প্রচেষ্টা চালান। অবশেষে সোমবার শিশুকন্যাটির মৃতদেহ উদ্ধার হয়েছে। শিশুকন্যাটির নাম দীপিকা ঋষি দাস। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের লোকজনদের অসতর্কতার কারণে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিখোঁজ শিশুকন্যার মৃতদেহ উদ্ধারের গোটা এলাকা শোকোস্তব্ধ হয়ে পড়েছে।