Untreated drinking water : অপরিস্রুত পানীয় জলই গিরিবাসীদের একমাত্র সম্বল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই।। অপরিস্রুত পানীয় জলই গিরিবাসীদের একমাত্র সম্বল। অপরিস্রুত পানীয় জল পান করে না না জল বাহিত রোগে আক্রান্ত হচ্ছেন তারা। ভোটের আগে পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলেও ভোটের বৈতরণী পার হয়ে যাওয়ার পর সেই প্রতিশ্রুতি পালন করা হচ্ছে না। ভোট আসে ভোট যায় ।কিন্তু প্রত্যন্ত এলাকার উপজাতি গিরিবাসীদের কপালে জোটে কেবল বঞ্চনা। গত কয়েকমাস পূর্বে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচন- পর্ব সম্পন্ন হয়ে এডিসির ক্ষমতায় বসে ত্রিপরা মথা নামক আঞ্চলিক দল। কিন্তু উপজাতি গিরিবাসীদের সমস্যা তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে।

মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের অধীনে হাজরা নামক উপজাতি বসতি গ্রামের অলরাম পাড়ায় ৪৫টি পরিবারের বসবাস। বাম আমল থেকে রাম আমল কোন সময়ে তাদের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। বর্তমানে এডিসির ক্ষমতায় ত্রিপরা মথা। এলাকাবাসীর প্রত্যাশা করেছিলেনএডিসির ক্ষমতায় ত্রিপরা মথা এলে তাদের জীবন মানের কিছুটা হলেও পরিবর্তন হবে। কিন্তু জীবন মানের উন্নয়ন তো দূরের কথা তাদের পানীয় জলের সমস্যা একই তিমিরে।

পাহাড়ের পাথর মিশ্রিত ঘোলাটে নোংরা জল দিয়ে উপজাতি ভূমিপুত্ররা জলের চাহিদা মেটাচ্ছে। রাজনৈতিক দলগুলি ভোটের সময় পানীয় জলের সমস্যা নিরসনের জন্য দেদার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে জল সমস্যা সেই তিমিরেই রয়ে গেছে। প্রতিশ্রুতি এবং আশ্বাসের বাণী শ্রবণ করে বর্তমানে ভারাক্রান্ত গিরিবাসীরা।সকাল থেকে বিকাল এলাকার মানুষজন পাহাড়ের খাঁদ থেকে চড়াই-উৎরাই পথ অতিক্রম করে অপরিস্রোত জল সংগ্রহ করতেই ব্যস্ত থাকে। ওই উপজাতি গিরিবাসীরা জলের জন্য প্রশাসনের কাছে বারবার দাবি জানিয়ে তিতিবিরক্ত।

এলাকার কতিপয় যুবক জানায়, সরকার যেন তাদের জন্য জল সমস্যা নিরসন করে দেয়। দীর্ঘ বছরের পর বছর ধরে এই অ পরিস্রুত জল দিয়েই তারা জলতেষ্টা মেটাচ্ছে ।পরিস্রুত পানীয় জলের অভাবে তারা দিশেহারা। পরিস্রুত পানীয় জল পান করে তারা নানা রোগে আক্রান্ত হচ্ছে। এলাকায় স্বাস্থ্য পরিষেবার সুযোগও নেই। ফলে জটিল সমস্যার সম্মুখীন হচ্ছেন ওইসব গিরবাসীরা। অবিলম্বে তাদের জন্য পরিস্রুত পানীয় জল ও স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারিত করার জন্য দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *