Kempty Falls : মুসৌরির কেম্পটি জলপ্রপাতে ৫০ পর্য্টককেই অনুমতি, ৩০ মিনিটের বেশি নয়!

মুসৌরি, ৯ জুলাই (হি.স.): জলপ্রপাতের কাছে তিলধারণের স্থান নেই। সকলেই স্নানে ব্যস্ত। কেউ সপরিবার ছুটি কাটানোর মেজাজে, তো কেউ নিজস্বী তোলায় মন দিয়েছেন। তবে কোভিড-পরিস্থিতিতে কারও মুখে মাস্ক নেই! একে অপরের থেকে দূরে থাকার বিধি মেনে চলা তো দূর অস্ত্‌। উত্তরাখণ্ডের মুসৌরির কেম্পটি জলপ্রপাতের কাছে পর্যটকদের এমনই ভিড় দেখা গিয়েছে সম্প্রতি। সেই ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসল উত্তরাখণ্ড প্রশাসন। মুসৌরির কেম্পটি জলপ্রপাতে এখন শুধুমাত্র ৫০ জন পর্য্টককেই অনুমতি দেওয়া হবে, এছাড়াও ৩০ মিনিটের বেশি তাঁরা থাকতে পারবেন না। পর্যটকদের উপর নজর রাখার জন্য একটি চেক-পোস্টও তৈরি করা হবে।

গত বুধবার নেটমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। করোনা-পরিস্থিতিতে পর্যটকদের এহেন আচরণের সমালোচনা করেছেন অনেকেই। কেম্পটি জলপ্রপাতের কাছে ভিড়ের ছবি দেখে ফের সংক্রমণ বাড়ার আতঙ্ক ছড়িয়েছে। তাই নড়েচড়ে বসল উত্তরাখণ্ড প্রশাসন। শুক্রবার উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল জেলার জেলাশাসক ইভা আশিষ শ্রীবাস্তব জানিয়েছেন, “মুসৌরির কেম্পটি জলপ্রপাতে এখন শুধুমাত্র ৫০ জন পর্য্টককেই অনুমতি দেওয়া হবে, এছাড়াও ৩০ মিনিটের বেশি তাঁরা থাকতে পারবেন না। পর্যটকরা কোভিড-বিধি মেনে চলছেন কি-না, তা দেখার জন্য একটি চেক-পোস্টও তৈরি করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *