কুমারঘাট, ৬ জুলাই : মঙ্গলবার সকালে কুমারঘাটে বিদ্যুৎ নিগম অফিস সংলগ্ন রাস্তার পাশের জঙ্গল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজ্যের বুকে মৃতদেহ উদ্ধারের ঘটনা যেন রোজনামচায় পরিনত হয়েছে। অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় কুমারঘাটে।
সুত্রের খবর, এদিন সকালে স্থানীয়রা এলাকায় পচা গন্ধ পেয়ে পুলিশকে জানান। পুলিশকে জানানো হলে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে কুমারঘাট থানার পুলিশ ছুটে গিয়ে দূর্গন্ধের উৎস খুঁজতে থাকে। তখনই নজরে আসে জঙ্গলে পড়ে আছে একটি পচাগলা দেহ। স্থানীয়রা জানান বুধবার বিকেল থেকেই এলাকায় পচা গন্ধ টের পাওয়া যাচ্ছিল কিন্তু মঙ্গলবার সকালে দূর্গন্ধে অতিষ্ঠ হয়ে তারা পুলিশে জানান বিষয়টি।
এদিকে পুলিশ জানিয়েছে মৃতদেহটি এক সপ্তাহ পুরনো হবে,তবে ঘটনাটি আত্মহত্যা না খুন এনিয়ে ধোয়াশায় পুলিশও। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জঙ্গল থেকে পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে বিরাজ করছে তীব্র চাঞ্চল্য। প্রায় প্রতিদিনই ছোট্ট রাজ্যে এভাবে মৃতদেহ উদ্ধারের ঘটনায় রাজ্যে আইনের শাসন নিয়ে ঢাক পেটানো নেতা মন্ত্রীর বক্তব্যের পর সুশাসনের নমুনা নিয়ে প্রশ্ন তুলছেন মানুষ।