নাশকতার আগুনে পুড়ে ছাই বসতঘর

খোয়াই, ৬ জুলাই : নাশকতার আগুনে পুড়লো বসতবাড়ি। ঘটনা খোয়াই থানার অন্তর্গত পূর্ব সোনাতলা ল্যান্ডলেস কলোনি এলাকায় । নাশকতার পুড়ে ছাই হয়ে গেছে বসত ঘর৷ ঘটনা মঙ্গলবার সকাল ১১টা নাগাদ পূর্ব সোনাতলা এলাকার বাসিন্দা কৃষ্ণ কন্দের বাড়িতে। বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

দমকলের ইঞ্জিন আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় বসতঘর সহ সমস্ত আসবাবপত্র। নাশকতার অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা হবে বলে অনুমান। নাশকতার আগুনে গোটা কৃষ্ণ কন্দের পরিবার অন্ন, বস্ত্র ও বাসস্থানহীন হয়ে পড়েছে। কৃষ্ণ কন্দ পেশায় একজন দিনমজুর। জানা গেছে, সকাল ৯ টা নাগাদ কৃষ্ণ কন্দের মেয়ে ঘরের দরজা বন্ধ করে প্রতিবেশীর বাড়িতে যায়। প্রতিবেশীর বাড়ি থেকে ফিরে এসে দেখতে পায় ঘরের পেছনে ছাউনিতে আগুন। ঘরের পেছনে যেতেই রুমাল দিয়ে মুখ বাধা যুবক দৌড়ে পালিয়ে যায়। কৃষ্ণ কন্দের মেয়ে পেছনে ধাওয়া করে। কিছুটা পথ যেতেই ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখায়। বসত ঘরে হঠাৎ আগুন দেখতে পেয়ে গ্রামবাসীরা ছুটে আসেন।


খবর দেওয়া হয় খোয়াই অগ্নি নির্বাপক দপ্তরে৷ ঘটনাস্থলে অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা আসার আগেই আগুনে পুরে ছারখার হয়ে যায় বাড়ির ঘর। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে খোয়াই থানার পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *